১। দীপশিখা একটি সেবা মূলক প্রতিষ্ঠান । যাহা বিরল উপজেলার ০৯ নং মঙ্গরপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত । ১৯৮৪ ইং সাল থেকে এ পর্যস্ত বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে । যেমনঃ (ক) শিক্ষা কর্মসূচী (খ) স্বাস্থ্য কর্মসূচি (গ) কৃষি কর্মসূচি (ঙ) প্রশিক্ষণ কর্মসূচি (চ) আয় বৃদ্ধি মূলক কর্মসূচি । ইহা পূর্বে দীপশিখা গন-আলয় নামে পরিচিত । পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক মাটি ও বাশেঁর ঘর যা বিশ্বের একটি অন্যতম স্থাপত্য শিল্প ।এখানে প্রতিবছর প্রচুর দেশি বিদেশী পর্যটকদের সমাগম ঘটে ।সেখানে আধুনিক শিক্ষা ও প্রশিক্ষন কেন্দ্র (মাটি) নামে প্রিপারেটরি -১ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রী লেখাপড়া করে থাকে। আধুনিক সৌর শক্তি ব্যবহার করে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা ও বৈদ্যুতিক দক্ষতা বৃদ্দিকরণ প্রকল্প (দেশি) রয়েছে। এবং বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান ও মনোরম প্রাকৃতিক পরিবেশ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস