মঙ্গলপুর ইউনিয়ন ৩০.২৫ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত । অত্র ইউণিয়নটি ২৩ টি গ্রাম/মৌজা নিয়ে গঠিত অত্র ইউনিয়নের উত্তরে কাহারোল উপজেলার তারগাও ইউনিয়ন , দক্ষিনে বিরল উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়ন পূর্বে বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ন এবং পশ্চিমে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন অবস্থিত । অত্র ইউনিয়নের উত্তরে অবস্থিত ডুমুরিয়া গ্রাম, দক্ষিনে অবস্থি মোস্তফাবাদ গ্রাম, পূর্বে অবস্থিত তরঞ্জা গ্রাম এবং পশ্চিমে অবস্থিত বাজারীগ্রাম ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস