এতদ্বারা অত্র ৯নং মঙ্গলপুর ইউনিযনের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র ৯নং মঙ্গলপুর ইউনিয়নের ভিজিটি সুবিদাভোগী ২০১৫ অর্থ বছরের চুড়ান্ত তালিকা তৈরি করা হবে আগামী ৩০-১২-২০১৪ ইং তারিখে । উক্ত তালিকা চুড়ান্ত করণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিরল, দিনাজপুর, চেয়ারম্যান, ৯নং মঙ্গলপুর ইউণিয়ন পরিষদ, বিরল, দিনাজপুর, উপসকরাী কৃষি কর্মকর্তা, মঙ্গলপুর ইউনিয়ন বিরল, দিনাজপুর, মুক্তিযোদ্ধা, ইউপি সচিব, মঙ্গপুর বিরল, দিনাজপুর, ইউপি সদস্য/সদস্যা, মঙ্গলপুর ইউনিয়ন বিরল, দিনাজপুর, সকল আবেদনকারী সহ ইউনিয়নের সকল জনসাধারন উপস্থিত থাকবেন । উক্ত তালিকা চুড়ান্ত করা হবে লটারির মাধ্যমে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস