Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৯নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ আবুল কাশেম , চেয়ারম্যান, মোবাইল- ০১৭২১৪১৭১৩৮  মোঃ মোকাররম হোসেন , ইউপি সচিব, মোবাইল- ০১৭১২৩৪৭২৩৯  মোঃ শামীম, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭১৮৮৯৯৪১৮ অথবা ০১৭৩৩৩০০১৬০ ধন্যবাদ...


Image
Title
মাটির দোতলা (রট,সিমেন্ট ছাড়া তৈরি)
Details

এটি দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৯নং মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত এবং এটি রুদ্রপুর মেটি স্কুল নামে পরিচিত । এটি রট, সিমেন্ট, ছাড়ায় মাটির দোতলা তৈরি করা হয়েছে । রুদ্রপুরের মাটির দোতলা দেখতে খুবই সৌন্দর্যময় ।  যে দেখবে তারই মন কেরেনিবে রুদ্রপুরের মেটি স্কুল । এটি বাস্তবায়ন করেছে দীপশিখা বিদেশি সংস্থা । এখানে আরো অন্যান্য দৃশ্য পাওয়া যাবে যেমন, কৃষি কাজে কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, মমবাতি তৈরির কারখানা, ইলেকট্রিক ওয়ার্কসপ, নিজেস্ব বৃহত জেনারেটর ইত্যাদি সহ অনেক কিছু দেখার মত আছে।  এখানে বিভিন্ন স্থান থেকে  অনেক শিক্ষার্থী শিক্ষা সফর করতে আসে এবং এখানে প্রতিদিন প্রায় দেশি বিদেশী ২০০-৩০০ জন পর্যটক দেখার জন্য ভির জমায় । মাটির দোতলাটিতে মেটি স্কুলের কার্যক্রম পরিচালনা করা হয় । আপনি যদি রুদ্রপুরের মাটির দোতলা দেখতে আসতে চান তাহলে আপনি দিনাজপুর--বোচাগঞ্জ রোড এ  ১৭ কিলোমিটার রাস্তা নিয়ে  মঙ্গলপুরে এলে আরো ০৭ কিলোমিটার রাস্তা পারিদিতে হবে তবে ভেন ,ভটভটি , বাইসাইকেল, মটর সাইকেল সহ যে কোন যান বাহনে যেতে পারবেন । এখানে আসার জন্য রাস্তার যোগাযোগ ভাল। আরো বিস্তারিত ভাবে জানার জন্য আসুন রুদ্রপুর মাটির দোতলা নিজের চোখে দেখুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন ।